বাঁক টা পেরুলেই মাতাল শিরিষ,
মায়াবি ছায়া ফেলে বসে আছে,
আর বেশরম আহ্লাদে গলে পড়ছে চাঁদ ,
জ্যোৎস্নারা সওদা করছে ভালবাসার!
দূরে বহু দূরে
তোমার হাসির কোণে
নেচে যাচ্ছে সর্বনাশ,
সর্বনাশের নদীতে বাঁধ দিতে
নামিয়েছি শিশিরের ঝড়,
তবু, জ্যোৎস্না কেন যে হেসে গেল কে জানে !
সময় অসময় মনে হয়
আয়নায় ভেসে উঠে যে মুখ
সে তোমার নয়—
অথচ তুমি আসবে বলেই,
জ্যোৎস্নারা উদোম হয়ে নেমে পড়েছে হাস্নুহেনার বনে,
অন্ধকার ছুঁড়ে ফেলে আমিও সাহসি হয়েছি অতুল!
তোমাকে দেখব বলে কতবার আয়না ফেলেছি রোদ্দুরে!
ফেলে রাখা ভ্রুকুটির মোহনায়
নির্মোহের গেরুয়া ব দ্বীপে
আমার না পরোয়া কোলাহলে
বাঁধন কি ভাঙ্গে না দেহের?