অদৃশ্য সুতো বেয়ে ছুঁয়ে যায় ভালবাসা
অই খানে পা রেখো না মেয়ে,
আমার শহর আর নদীর ওয়াস্তা,
ফিরে এসো নদীবতি মেয়ে,
নাগরিক চতুরতা গিলে নেবে সরলতার মাটি !
এই যে বৃস্টি বৃস্টি আর বৃস্টি
পারবে না ফিরিয়ে দিতে সে সবুজ,
নলখাগড়ার বুনোবনে হলুদ প্রজাপতির সোনালি শিহরণ,
আচম্বিত ঝরা বৃস্টির আলিংগন!
জানালার শার্সি জুড়ে সোনা রুপো জলের ফোঁটা,
তুমি কি আঙ্গুলে লিখছ কারো নাম?
কারো চুল, গালের প্রশস্ততায় সন্ধ্যার চুমু ?
নুন ঘামে ডুবে যাওয়া ঠোঁট ?
সীতার আর্তনাদে মৃত্তিকা পেতেছিল বুক,
তোমার বুকের উপরও বারোবাজারী হাঁট বসবে, লাম্পট্যের সুখ,
আধ ছেঁড়া রবীন্দ্রনাথে ঝালমুড়ির স্বাদ, নজরুলে মোড়ান পাঁপড়,
জীবনানন্দ হাত ধরে ফেরাবে সুকান্তকে কোন এক ধানসিঁড়ি ঘাটে,
ফিরে এস নদীবতি, চাঁদ চোয়ান জ্যোৎস্নার চাতক , ফিরে এস।