আর চাই না,আমি নতুন বন্ধু
চিনতে নতুন পথ
আর ভাল লাগেনা নতুন গান
শুনতে তোমার কাছে ।
সবই নতুন-সবই নতুন
এই পুরোনোর মাঝে ।
আয়না দিয়ে চেয়ে দেখি,
সেই পুরোনো আমি ।
যেই আমাকে কোনো দিনও
চিনতে চাইনি আমি !
আমি পুরোনো,আমি পুরোনো
সব নতুনের মাঝে ।
নতুন কে চিনতে
কত প্রশ্ন করো হেসে
গল্প জমাও ঠেশে ।
কোথায় থাকো ?
কোথায় ঘোর ?
কোথায় খাও ?
কোথায় পড়ো ?
নতুন কে চিনতে
কত উচ্ছ্বাস তব প্রাণ ।
আপনাকে কভু চিনলে না
খুলে মন দার ।
সব নতুন সব নতুন
আমি পুরোনো মাঝে
ধূলো সরিয়ে চেনা হল না
এই পুরোনো, “আমাকে” ।
রচনাকাল:২০১৩-২০১৭