আমার একটি স্বপ্ন ছিলো
আকাশ ছুতে চায় ।
আমার কথা শোনার মানুষ ছিলো
আজ চিরনিদ্রায় ।
আমার একটি গল্প ছিলো
বাস্তবতা হারায় I
আমার একটা ,তুমি ছিলো
রাত্রি জাগার অভ্যাস ছিলো
ভাবনা ছিলো
আশাও ছিলো ।
মুখ ভোরতি হাসি ছিলো
মনে বড় , আকাঙ্খা ছিলো
প্রদীপ-তিমির
সবই ছিলো ।
আমার একটি কষ্ট ছিলো
দুটি চোখের অশ্রু ছিলো
ভালবাসার ব্যক্তি ছিলো
জোছনায় চাঁদ ছিলো
দুঃখ ভোলা বাতাস ছিলো ।
হাতের মুঠে পত্র ছিলো
ছিঁড়ে ফেলা এক টুকরো ছিলো
আমার একটি আগুন ছিলো
দিয়াশলাইয়ের বাক্স ছিলো __
জানো ,আমার একটি বিকেল ছিলো
ঝাপশ আলোর ধুয়া ছিলো
সন্ধ্যে নামার ভয় ছিলো
আমার আড্ডা দেয়ার ঝুড়ি ছিলো
মস্ত বড় আবেগ ছিলো
আহারে ,আমার কত রতন ছিলো
হারিয়ে যাওয়ার ভয় ছিলো ।
কে তোমার সব কেরে নিলো ?
রচনাকাল : ০৯/o২/২০১৬ইং