মোরে, অপমান কোরো
সহিয়া নিবো |
মোরে , ঘৃনা কোরো
মানিয়া লইবো |
কিন্তু, করুণা কোরো না !
ও মুই সঁইতে পারিনা
করুনার দৃষ্টি ,
মোরে নিকৃষ্ট করে নিজের নয়নে l
তোমরা তুচ্ছ বলে গালি দিয়ো
ঠাট্টা করো,
কানাকানি করে হেসো |
কিন্তু, করুণা করো না
দানের হাত বারিয়ে দিয়ো না ,
দান , মোরে পরক্ষে মারে
তোমরা হিংসার নজরে দেখো
অর্কমা বলো
কিন্তু , আহারে বলে
মাথায় হাত রেখো না।
দৃষ্টি কটু করো
পাশ এড়িয়ে চলো
দেখলে , না চেনার ভান করো
কিন্তু, কাঁধে হাত রেখে
করুণার বাক্য , বলো না
ও মুই সইতে পারিনা
করুনার বাক্য- আমায় আক্সন্ত করে
মরণ ব্যধিতে |
আমায় নষ্ট বলো
ছন্নছাড়া বলো
বেয়াদব , আক্কেল হীন বলো
কিন্তু , আশ্রয় দেয়ার জন্য
দু'হাত বারিয়ে দিও না ৷
আমি দু'গাল ভরে থাপ্পড়
খেতে রাজি আছি ৷
কিন্তু, এক পা ধরে
ক্ষমা চাইতে রাজি নেই |
আমি দৃষ্টিহীন হতে পারি ,
কিন্তু দৃষ্টি নত করতে পারবো না ৷
আমি ভুল করে – করে
শিখতে চাই ৷
কাদঁতে – কাদঁতে , হাসতে চাই
তোমার শিখানো
পথে চলতে চাই না
তোমার কৌতুকে
হাসতেত্ত চাই না |
রচনাকাল : ২৮ / o৬ / ২০১৬ ইং