(ক্ষমা করো মুজিবুর )
ক্ষমা করো মুজিবুর ;
আমরা বন্ধুর অর্থ বুঝিনি ,
ক্ষমা করো মুজিবুর ।
তোমার উপকারের প্রতিদান
এই , ভাবে দিয়েছি !
পাক-বাহিনীও যে বুকে
তাক করতে পারে নি অস্ত্র
সেই বুকে বুলেট বিধিয়েছি ,
ক্ষমা করো মুজিবুর ।
আমরা বন্ধুর মর্ম দিতে পারিনি,
ক্ষমা করো মুজিবুর
আমরা একটি পরিবার হতে পারিনি
ক্ষমা করো মুজিবুর ।
তোমার শিশু ছেলে
রাসেলকেও একটু ছাড় দিতে পারিনি ।
ক্ষমা করো মুজিবুর , ক্ষমা করো ।
আমরা স্বাধীনতা বুঝিনি
যে স্বাধীনতার জন্য তুমি লড়েছো
সংগ্রাম করেছো , উজ্জীবিত করেছো জনতা ;
সেই স্বাধীন দেশে
তোমার রক্ত ঝরিয়েছি
ক্ষমা করো মুজিবুর , ক্ষমা করো ।
তুমি বলেছিলে , রবিঠাকুর
আপনি ভুল বলেছেন ।
বাঙ্গালী আজ মানুষ হয়েছে
আসলে মুজিব ,
তুমিই ভুল বুঝেছো ।
ক্ষমা করো মুজিবুর
আমরা বিশ্বস্ত হতে পারিনি
আমরা বন্ধুর মর্যাদা দিতে পারিনি
ক্ষমা করো- ক্ষমা করো মোদের মুজিবুর ।
মুজিবুর ,১৫ই আগষ্ট তোমার দেহ
মাটিতে লুটিয়ে পরেনি ,
বাংলার সম্মান লুটিয়ে পরে ছিলো ।
সেদিন তোমার মৃত্যু হয়নি
বাংলার অপমান হয়েছে ।
সেদিন তোমার পরিবার নিহত হয়নি
বাংলা কলঙ্কিত হয়েছে ।
ক্ষমা করো- ক্ষমা করো মুজিবুর
তোমার মৃত্যুর দায় ,
বাংলা সইতে পারবে না
ওই দেহের ভার
বাংলা দিতে পারবে ।
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর
না হয় , অবুঝ ভেবে
ক্ষমা করো-ক্ষমা করো মুজিবুর।
বাংলা আজ বন্ধুহাড়া
প্রিয়জন হাড়া_____
বড় একেলা
বড় একেলা ।
রচনাকাল :০১/০৩/২০১৬ইং
( সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, এই কবিতাটিতে কোনো রূপ রাজনৈতিক ব্যখ্যা খুঁজবেন না । ব্যক্তি হিসেবে অনেকেই আমার পছন্দ ,শেখ মুজিবুর রহমান ও তাদের মধ্যে একজন )