ভাইগো , মানুষ চেনা বড় কঠিন
কোন গলিতে যাই
আমি কোন গলিতে যাই ?
যে মানুষ ভবে বানাইছে
এখন তা আর নাই ।
খোদ ভবেও তো বুঝবে না
মানব লিলা ভাই
মানুষ চেনা বড় কঠিন
আমি কোন গলিতে যাই ।
যে মানুষ ছিলো সহজ সরল
শান্ত প্রাণী
চতুষ্পদীর থেকেও সে ,
হিংস্র আজই ভাই ।
একটি চতুষ্পদী প্রাণী পালো
ছয়টি মাস ধরে
ভাই তার সব আচরণ বুঝে যাবে
কি আছে তার মনে ?
তুমি এক মানবের সাথে থাকো
লক্ষ বছর ধরে !
বুঝবে না , তার মনে খবর
হা তুমি রাখো না দর্পণে ।
রচনাকাল :১৯/০৫/২০১১ইং