ভাঙ্গবো দুয়ার
হানবো আলো
দেখবো নতুন বান  ।
সাজবে ভুবন
স্বর্গের সাধ
দেখবে অবাক চোখে
যেখানে সকল ভেদাভেদ
মুছে যাবে হিনে ।

যেখানে  বাতাস বইবে
পাখি গাইবে গান
ফুল ফুটিবে আপন মনে
      মাঠে ভরা ধান
অন্ন জুটবে সবার মুখে
       শিক্ষা ঘরে ঘরে  ।

এমন ভুবন কবে হবে   ?
সবাই কান্না ভুলে যাবে
    হাসির স্রোতে জুড়াবে কান
ঘুমাবো নিঃশব্দে  ।

রচনাকাল :০৭/০৬/২০১০ ইং