সে (কবিতা ) জীবন দিতে সদাই রাজি।
আমি বেঁচে আছি
তাই তো বেশি।
সে চাইতে নারাজ,
জয়ের বাজি ।
আমি কিছু পেলেই রাজি ।
আমি নুয়াই মাথা
স্বর্গ লোভে,
নরকের ওই পীড়ার ভয়ে ।
সে স্রষ্টা প্রেমে
মগ্ন হয়ে ।
সে পথের মাঝে দুলতে জানে
মানুষকে, সে মানুষ ভাবে,
পরের ব্যথায় হৃদয় ভেঁজে।
আমার শুধু, আপনি(নিজে) খেলে
রাজ্যের সবটা মেলে।
বাজহাড়া সে, এলোমেলো
রগচটা সে দুরন্ত ।
আমার জুতোর
ফিতাই খুলে গেলো ।
আমি অলস পাথরে বসিয়া ভাবী
সে, সাগরে ডুব দিতেও রাজি ।
রচনাকাল :২০/০৩/২০১৫