ওরা দিন-দিন
আমার সঙ্গী হয়ে উঠছে ;
কিন্তু, বন্ধু হয়ে উঠছে না !
কি কারণে, আমি ওদের
বন্ধুতের পরিচয়ে, পরিচিত করাবো
যেখানে আমার
আবেগ-গুলো অনিরাপদ ।
যেখানে সবকিছু প্রকাশ করলেও
হৃদয়ের প্রশান্তি মিলে না।
ওরা আমার
পরিচিত হয়ে উঠছে ঠিকই
কিন্তু, প্রিয় হয়ে উঠছে না।
ওরা আসলে, সমুদ্রের জলের মত
যার স্রোত দেখে সময় কাঁটানো যায়
অথবা,গাঁ ভাসানো যায়
কিস্তু,তৃষ্ণা মেটানো যায় না ।
এতো বড় সমুদ্রের
কত বড় ব্যর্থতা।
ওরা নিয়মিত, আমার খবর নিচ্ছে
কিন্তু বোঝার চেষ্টা করছে না।
তবে, কেনও আমি ওদের
আমার শুভাকাঙ্ক্ষী বলবো !
পাশে বসে থাকলেই
কাছে আসা যায় না
আর দূরত্ব, একটি বাহিক্য বেপার।
যেখান থেকে, মন প্রস্থান করছে
সেখানে শরীরের থাকার প্রয়োজন কি ?
আসলে, পৃথিবীটা সব সময়ই
শরীরকে বেশি প্রাধান্য দেয়।
হয়তো তাই,শরীরও কখনও
পৃথিবী ছাড়তে পারে না।
তাই আমিও,তাদের একেবারে
কখনও ছাড়তে পারবো না !!
এযে অনেক দিনের অভ্যাস ।
(সংক্ষিপ্ত)
রচনাকাল :২৩/০৯/২০১৫ইং