বাবু,
তুমি,অামার সম্পর্কে জেনে জেনে
বেশ অবাক হচ্ছো।
অাসলে,অামি তোমার
পিতা হওয়ার অাগে
একজন পুরুষ ছিলাম,
যুবক ছিলাম,তরুণ ছিলাম
কারো সন্তান ছিলাম।
অামিও অনেক অাড্ডা মাতিয়েছি
গল্পের অাসর জমিয়েছি।
অামিও কারো বন্ধু ছিলাম
রাস্তায় মারামারি করতাম
অকথ্য ভাষায় গালি দিতাম।
অার,গলা ছেড়ে গান গাইতাম।
তুমি,যখন গাও
অামি তাকিয়ে থাকি,
এটা কি অামার,অাবার শুরু?
তুমি ভাবো,বাবা রাগ করছে
অাযানের সময় যে
হয়ে অাসছে।
*** *** **** ****
******* **** **** ***
অামি তোমার,পিতা হওয়ার অাগে
তরুণ ছিলাম।
বারে- বারে,তরুণীর প্রেমে পরতাম।
কত মিথ্যা ছলনায়,
তার হাতটি যে ধরতাম।
চারিদিক চেয়ে, নিরবতা পেলে
চুমু খেয়ে বসতাম।
এই কিছু দিন অাগে,
এক প্রেমিকাকে দেখলাম
স্বামীর হাতে,হাত রেখে।
অামার চোখে,
চোখ মিলাতে পারে না।
ইস্,কত লজ্জা ওই চোখে।
অার,সে-ই একসময়
এই কাঁধে মাথা রেখে
কত হাওয়া খেতো, বন্ধ ঘরে।
রচনাকাল :২০/০৫/২০১৫ইং