লেখা অার অামাকে
এক সাথে মিলালে
গুণফল শূণ্য হবে ।
তার,ব্যথিত হৃদয় কাঁদিয়া ওঠে
       অকারণেই।
অার, অামি সর্বক্ষণ সুখী
অানন্দে দুলি  অযথাই।

সে সংগ্রামী, অাগুন বুলি
অার, অামার বিকেলে
গরম এককাপ চাই যথেষ্ট !
সে স্বাধীন পাগল যোদ্ধা,
অামি ছোট্ট ঘরে জয়ী
সে ভাঙ্গিতে চায় রীতি
দলিতে চায় প্রীতি।
অামার চোখের পাতায় ঘুম
স্বপ্ন দিচ্ছে চুম্ব
অামার ওষ্ঠে মৃদু -মৃদু।
সে স্বপ্ন দেখে জেগে
সত্য করার লোভে;
অামার যে ভয় করে !

সে বারে-বারে প্রেমে পরে !
কখনও নয়ন, কখনও চয়ন
প্রিয়ার হাসি, মেঘের বাঁশি
কেশের ডালা, প্রিয়ার বালা
কখনও নূপুর, কখনও  লাজে
কখনও প্রিয়ার গোপন ভাজে !
কখনও সিঁথির সিঁদুর দেখে
কখনও জোড়া বেণীরর নিচে।
বারে-বারে সে প্রেমে রাঙ্গে,
বারে-বারে সে ভাঙ্গে।
অার, অামার যে ক্লান্ত লাগে !