তোমার যা আছে, তা লয়ে খুশি নও তুমি ।
অন্যের ধন দেখি ঝড়াও, আখির বারি।
সে কত সুখি স্বামী ঘর লয়ে,
আমিই ভাগ্যহাড়া, সর্বস্তরে কাদি,
বিধাতাকে দোষী ।
মুখের হাসিই কি সুখ?
এতো লোক দেখানোর ইঙ্গিত,
শুভেচ্ছার ভাষা ।
নিজেকে মিথে্য বলে, "আমি ভাল আছি "।
এই শুনিয়া তুমি হলে অসুখী ।
হায়্ - হায়্ একি দশা?
ধরনীর বুকে আমি এক সর্বনাশা ।
মুখের হাসি সুখ নহে, চোখ জানে, মন জানে।
হাসিতো শুধু লুকাতে জানে,
ছলনা করে পরক্ষনে ।
ভাবিয়া দেখ : পরের হাসি দেখি,
তুমি কত অসুখী ?
নিজে যা পেয়েছি তা সর্ব নিকৃষ্ট।
অন্যের হাতে মানিক রতন।
ওরে অবোধ ;
এ দু:খের দানে কেউ সুখি নয়।
আপনাকে আগলে ধরে,
সুখ খোজ তুই নিজের মাঝে ।
বিন্দুতে সিন্দু খোজো,
সাগরের রতন খুজিতে,
ডুব দিও না অতল গভীরে ।
অতল তোমায় গ্রাস করিবে ;
তখন বুঝিবে, তুমি কত সুখি ।