সবাই কি আর এরূপ হবে?
কলম ধরিলেই, অমৃত বাণী হবে।
কেউতো কলম ধরে, গরলও লেখে ।
লিখনি পড়ে, গালি আসে।
আবার,
কেউ মন কেরে নেয় অনিমেষে।
সবাই কি আর এক রূপ হবে?
সবার কি আর সব সহে?
দুগ্ধ খাদ্য রাজা জানি, কেউ খেলে পায় বল।
আবার,
কারো হয় বদহজম ;
সবারে কি সব শয়!
বুঝে নিতে হয়।

পক্ষীরা অাকাশে মানায়
মাটি কামড়ে বৃক্ষ।
মৎস্যরা জলেই সুন্দর
যেমন,মাতৃ কোলে পুত্র।
যা দিয়েছে বিধাতা জেনে শুনে
কেনও বৃথা চেষ্টা কর?
প্রকৃতির শনে ।
সবারে কি সব শয়!
বুঝে নিতে হয়
যার রেখা, তার হাতে
চিরকাল রয় ।

রচনাকাল :০৫/০৮/২০১৫ইং