মাঝে মাঝে ভাবী ,আমি কেনও
এতো ছোট মনের অধিকারী ।
মাঝে মাঝে ভাবী।
কত মানুষ কত বড় মন নিয়ে
কত জনের তরে মন বিলি করে।
হায়্ রে আমার মন.!
একজনকে দিয়েই হল কৃপণ ।
অার পারে না সে
রঙ্গিন গান ধরতে।
পারে না, সে স্বপ্ন দেখতে !
বার-বার এক প্রতিমার মাঝে
সে অারেক জন্যকে খোঁজে।
হায়রে মোন(মন), কেউ কি?
কভু হয়েছে কারো তরে।
মাঝে মাঝে ভাবি, অামি কেনও
এতো ছোট মনের অধিকারী।
মাঝে মাঝে ভাবি?
কত রঙ্গের, গন্ধের ফুল
চারিপাশে খেলা করে।
মনকে বাঁধার তরে,
কত তাল বাহানা করে
অাহারে ছোট্ট মন,সিন্ধু দেখিয়া,
কেঁপে ওঠে ভৃত।
(সংক্ষিপ্ত)
রচনাকাল :৩/০৮/২০১২ইং