কি রূপ অামায় দেখালে
কি কাজল চোখে পরিলে
অন্ধ ছিলাম, ভালোই ছিলাম
প্রেম কেনও শিক্ষালে?
অামি দেখতে চাই দিনের অালো
ওই চাঁদ কেনও দেখালে
মন কেনও জুড়ালে?
ভালবাসা কেন শিক্ষালে ।
দূরে ছিলাম ভাল ছিলাম
কাছে কেনও ডাকিলে
বাতাসের গান কেনও শুনালে!
বুকের ব্যথা কেন বাড়ালে।
রচনাকাল :১২/০৭/২০১০ইং