রঙ্গের বাজারে, ঢঙ্গের মেলা বসেছে
মায়-ঝিয়েরা যাওয়ার জন্য
বায়না ধরেছে!
অায় কে যাবি ।।
হাওয়াই গাড়ী চরে
নতুন জামা অায় পরে অায়
যাবো নতুন ঘরে ।
এই কথা শুনিয়া মায়- ঝি,
ঘরে দিলো খিল !
এই কিরে তোর ভালবাসা
ছলনারই রঙ্গে ?
শেষকালেও করলি ছলনা !
ওরে মায়াবতী ।
পরাণ যায়,জ্বলে যায়রে
শেষ দেখা কি দেখবি ?
জানি,
অামার মেলায়, অামিই যাবো
কাউরে না সঙ্গে নেবো ।
বায়স্কোপ দেখিতে চাইলে
পশ্চিমে ঝুঁইকো
মন অামার পশ্চিমে ঝুঁইকো ।