কেম্নে গেল ১০টি বছর ।
হাওয়ায় হাওয়ায় ভেসে ।
আনন্দ আর হাসিঘেরা ।
সেই দিন কি ফিরে পাবে ??
১০টি বছর তোদের সাথে
তবুও আজ কম লাগে ।
কোথায় আমার বন্ধু সকল ,
হাতটি এখনই ধর.......
শক্ত করে ধরিস বন্ধু !!
লাগছে বড় ভয় !
তোদের ছেড়ে যেতে হবে ,
চোখে আসে জল.....
হাতটি আমার ধররে বন্ধু
হাতটি আমার ধর ।
কেম্নে গেল ১০টি বছর ,
জানাই হলো না ।
খেলার মাঠে ,পথের ধারে
কত আড্ডা-গল্প জমে ।
১টি চায়ের কাপে ৬টি চুমুক ।
এক পেলেটে ৪টি চামচ ।
এতো ভালোবাসবে কে রে ?
এতো আপন জানবে কে রে ?
ওরে ,আমার বন্ধু সকল ,
ওরে খেলার সাথী ।
আমার সকল ভুলগুলোকে ,
ক্ষমার চোখে দেখিস্ ।
কিছু কথা :স্কুল জীবনের ১০টি বছর যখন শেষ করি,সেই সময় বুঝতে পারি ১০ বছর অাসলে ১০ ঘন্টার মত শেষ হয়েছে। জীবনে যদি অার একটি বার স্কুল জীবনটা ফিরে পেতাম!!