নারীর ভালবাসা হুতাশনের মতন
দূরে থাকলে অালো বিলায়
অন্ধকেও দৃষ্টি মিলায়
কাছে অাসলে দেহ জ্বালায়,
মন পোড়ায়, ব্যথা বাড়ায়।
নারীর ভালবাসা হুতাশনের মতন
রঙ্গিলকেও সে ছাই বানায়
সূর্যকেও সে মায়া শিক্ষায় ।
অলয়কে সে বলয় বানায়
তিমিরকেও জোছনা দেখায়
বিকেলবেলায় অবাক অালোয়
নিজেকে বড় একলা দেখায়
দুপুরবেলায় বালুর চরের,
ক্লান্ত এক প্রথিক বানায়।
যাতনা বাড়ায়, করুণা শিক্ষায়
একলা চলতে ভয় দেখায়।
এ বড় বৃহৎ তাকে,
তবুও চোখে মিলে নারে।
নারীর ভালবাসা পাহাড়ের মতন
অহংকারী শক্ত ভিটা
নুয়ায় নারে মাথা
রিক্ত হয় তার শিক্ত তনু
বিক্ত হয় তার অাঁখি
তবুও হায়্ বলেনা সে,
তোমায় ভালবাসি ।