মানব জাতি মোরা
সকল সৃষ্টির সেরা
সকল প্রাণীর ঊর্ধ্বে মোরা
সকল জ্ঞানের অাধার।
তাই কাল হাসরের ময়দানে
অামাদেরই হবে জেরা।
তাই হও হুশিয়ার
কর,এক অাল্লাহ'র ইবাদাত
যেভাবে শিক্ষিয়ে দিয়ে গেছেন
অামাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ
রাখ রোজা, দাও যাকাত
পালন কর হজ্জ্ব
এক অাল্লাহ'রই সন্তুষ্টির জন্যে।
সকল মুসলমান মোরা ভাই-ভাই
করোনাকো বিভেদ কোনঠাই ।
কিছু কথা :অামি এখন পর্যন্ত প্রায় ৩০০র বেশি কবিতা লিখেছি। অার এটি অামার লেখা ৭ নম্বর কবিতা। ২০০৯ এ লেখা হয়েছিলো, অনেক দিন পর কবিতাটি পড়ে বেশ ভাল লাগলো।