ওগো জলোধরণী,
অাজও কি ভেঁজেনি?
ওই চোখেরও কাজল ।
ওগো,রূপ নাগিনী কি অাদরে বাধিলি
পরাণও জ্বলিয়া যায়।
ওগো, প্রেমো মালিনী
কি প্রেম শিক্ষালী
পরাণও জ্বলিয়া যায়।
তোর নয়নে মেলাবো অাঁখি
অামি বড় পিপাসী !
তোর প্রেমও জল ঢেলে
ডুবাবি কি মোরে
অামিতো প্রেমেরও ভিক্ষাকারী !
তোর প্রেমো মালা পেতে
সূর্যদেবও বলে.....
নরম করিয়া দেবো অালোরও রাশি
অামি হায় নিরুপায়,
কি করি তোর ঠায়?
না, পারি মিছে বলে
এনে দেবো চন্দ্রকে
তোকে ভালবাসি গো অামি
প্রেমো দিতেই জানি
প্রেমেতে বাঁধিয়ানে মোরে।।
(গীতিকাব্য)