তুমি যাকে
অামার কবিতা বলো
তা অামার প্রত্যেকটি নিঃশ্বাস।
তুমি যেগুলোকে,সুর বলো
তা অামার এক-একটি অশ্রু
যা প্রকাশ পায়নি কভু।
তুমি যাকে, বিস্ময় বলো
তা অামার হা-হাকার।
তুমি যাকে শুধু
কাব্যের নাম বলো ;
সে অামার সন্তান।
কত না যত্নে
অামি তারে লালন করেছি।
কত না রাত্রি,
নির্ঘুম কাঁটিয়েছি
তবেই তো সে বলিষ্ঠ।
তোমার কাছে যা
শুধু মাত্র একটি ডায়েরি
অামার তা, হৃদয় অংশ।
তোমার কাছে যা
একটি সাধারণ পৃষ্ঠা,
যাকে ঠোঙ্গা হিসেবে ব্যবহার করা যায়।
অামার কাছে তা
স্রষ্টার অাশীর্বাদ।
তুমি যা দৃষ্টির
অগোচরে রাখো
তা অামি শয়নে- স্বপ্নে জপি।
তুমি যাকে ভাবো সময় নষ্ট
তা অামার উৎকৃষ্ট সময়।
তুমি, হয়তো বলবে, লাভ কি?
পকেটতো খালি !
তুমি যাকে অর্থ দিয়ে মাপো
অামিতা প্রেম দিয়ে ধরি ।
অামি দোকান নিয়ে বসিনি, প্রিয়
অাঁখিরর জল নিয়ে বসেছি
এর কি বিক্রয় সম্ভব ?
শুধু হৃদয়ের যাতনা, লাঘব হয়।
(সংক্ষিপ্ত)
রচনাকাল : ১৯/৫/২০১৫ইং