কীভাবে কথা বলতে হয়,
কীভাবে চলতে হয় পথে,
কীভাবে হোচ্ট্ খেয়ে ফের উঠতে হয়।
কে শিক্ষিয়েছেরে তোকে?
কে তোর অাবল-তাবল কথায়,
তাল মিলিয়ে, হ্যাঁ-হ্যাঁ বলেছে
তুই পরে যাবি বলে, হাতটি বারিয়ে দিয়েছে!
বল না তুই, সে কে?
যে তোকে মমতার অাচঁল দিয়ে
জড়িয়ে রেখেছে ।
জানি, বুঝতে পেরেছিস
সে তোর কে?
সে তোর স্বর্গের দূত,
খোদার নূরের অালো!
সেতো, তোরই "মা"।
(কাব্য নং : ৮)