সূর্যের আলো কখনই,
আমার ঘুম ভাঙ্গাতে পারেনি।
চাঁদেরর আলো কখনই,
আমায় মায়া শিক্ষিয়ে দেয়নি।
ওই,তারার আলো কখনই
আমায় পথ দেখিয়ে দেয়নি !
জোনাকির ওই সবুজ আলো,
মোরে ফুল চিনিয়ে দেয়নি ।
আমি আমার চোখে দেখি,
আমার, দিন - রাত আর আলো।
নিঝুম রাতে তুমি নাকি
ফুলের পাপড়ি ছেঁড় ?
অামিতো ফুলের ঘ্রাণ নেইনি
ফুল হাতে ছুয়ে দেখিনি
অামিতো ফুলের জন্য গান গেয়েছি
ফুলই অামাকে দেখেনি।
পাখির গানে কান পেতেছি
পাখিই গান গায়নি।
পূর্বাকাশে তাকিয়ে ছিলাম
দেখতে সূর্যদয়
দেখ সূর্যই অাজ ওঠেনি।
অামি তোমার জন্য হাত বাড়িয়েছি
তুমিইতো হাত দাও নি ।
তাই বলে কি?
অামি প্রেমের কবিতা লিখিনি?
প্রকৃতির গান গাইনি !
অামি অামার চোখে দেখি
অামার দিন রাত অার অালো
নিঝুম রাতে
তুমি শুধু ফুলের পাপড়ি ছিঁড় !