রূপতো থাকে, মনের মাঝে
দেহের ত্বকে নয় !
সেই,রূপের সৌন্দর্য
মন দিয়ে দেখতে হয়।
সেই মন কি অাছে ?
তোমার কাছে,
যে,চিনতে পারে "মনের মানুষ "
বুঝতে পারে, অাসল মানুষ ।


চোখতো খোজে চমক শুধু
চায়তো সে হীরার মুকুট !
মৃত্তিকার মায়া, সে কি অার বোঝে ?
অন্ধ ঘরে, চোখ কি অাসবে
কোন কাজে।
মনের অালো জ্বালাও
তোমার সেই ঘরে।

চোখ বন্ধ করলেই
রঙ্গিল স্বপ্ন মনে সাঁজে।
চোখের মায়ায়
অার ভুলো না,
সেতো বড়ই সর্বনাশা
ভুল হলে কাঁদে সে
চায় নারে ক্ষমা।

তাই,
মনের দুয়ার খোলো তুমি
বন্ধ করো চোখ দু'খানা
মন দিয়ে খোজো,
মনের মানুষ
বুঝবে,
মৃত্তিকার মায়া ।

রচনাকাল : ০৫/০২/২০১১ইং