তার চলন - বলন,
কথার ধরণ ।
মোরে প্রেম শিক্ষিয়ে দেয়।
তার মুচকি হাসি, দুষ্টুমি
বাঁধন ছাড়া চুল
হাওয়াই ওড়না,বৃষ্টি কন্যা
লাজুক ঝরনা, দৃষ্টি অপলক
ভাবুক রাশি, স্বল্প ভাষী
চিত্ত মন নৃত্য অানন্দে ।
মহৌষধী, রূপসী
ঘুমও হারিনী।
মনও যাতনী।
হিংস্র ভাঙ্গিয়া, মন কারিয়া
শিক্ষায় অমৃত বাণী !
সে, অাসমানী অভৃতি
অার তৃপ্তি ।
অলসের ঘুম ভাঙ্গিয়া
প্রাণ কারিয়া, করে নিত্যতিত্ত
অন্নের অধিকারী ।
সে অাশ্রয়ী,সে প্রেমিকা
সে নরম্ সুরের অধিকারী
তৃপ্তি মনের সৃষ্টিকারী।
সে জ্বলন্ত, সে জল
সে শিক্ত, সে রিক্ত
সে প্রেমানন্দে শিপ্রা !
তার সুকণ্ঠ শুনিয়া,
অন্ধও দেবতার কাছে
দু'হাত পাতে মেলিয়া।
একবার দেখিতে চাই,
পরাণও ভরীয়া ।
অবাক্যও বলিতে চায়,
একটি প্রেমের গান !
অামিতো দেখিয়া,
বার - বার হয়েছি "নিঃপ্রাণ" ।
রচনাকাল :১২/০৮/২০১২ইং