সারা জীবন যেইজন কান্দে উম্মত উম্মত করে |
সেই জনারেই চিনলাম নাহি মায়ারও নজরে।
জ্বলে জ্বলে আগুন জ্বলে, কি করি শেষ পরে।
যেইজন কান্দে সারা জীবন,উম্মত উম্মত করে!
ধরলাম নাহি তার পথখানি, শক্ত ঈমান দিয়ে।।
চলিলাম না তার সে পথে, যে পথ খোদায় আছে।।
কান্দে কান্দে সারা জীবন উম্মত উম্মত করে,
যে জনারই জন্যে জগত, তয়য়ার মহাজন করে।
সেই জনারেই চিনলাম নাহি মায়ারও নজরে
জ্বলে জ্বলে আগুন জ্বলে, জ্বলে দেহ জ্বলে।
চিনলাম না চিনলাম না তারে, মায়ার নজর দিয়ে।
এবার পাই না
খুজে কূলের মানুষ,
যাদের তরে জীবন।
কেউ চিনে না, সেই পাথারে।
তারে মনে ধরে !
চিনলাম না যারে ভুবনে, সে আমারে চিনে ! !
এই পাপীরে ভোলে নাই সে যে, এখনও কান্দে।।
চিনলাম না চিনলাম না তারে, সে আমারে চিনে।
এখনও যে কান্দে কান্দে মায়া চক্ষু দিয়ে ।
(এটা আমার লেখা অন্যতম একটি গীতিকাব্য)
#এমন একজন রাসূলের উম্মত হিসেবে জন্ম নিয়ে,
অামরা অাসলেই বড় ভাগ্যবান #