দেরে দে, তারে একটু চিনাইয়া দে।
আমারে, দেরে দে, তারে একটু চিনাইয়া দে।
যে জগতরে তৈরি করে,
যে বাতাসরে বইতে বলে,
যে আলোরে জ্বলতে বলে !
তারে আমায় চিনাইয়া দে। দেরে দে,
তারে একটু চিনাইয়া দে।
আমারে, দেরে দে, তারে একটু চিনাইয়া দে।
আমি চলি ভুল পথে, কে আমারে চিনাইবে ?
ধরিয়াছি ভুল বান্ধব, কে আমারে বুঝায় দিবে ? গো.....
আমি কেনও, ঘোর দেখি চারিপাশে ।।
দেরে দে, তারে একটু চিনাইয়া দে।
আমারে, দেরে দে, তারে একটু চিনাইয়া দে।
(গীতি :২৫/১০/১৩)