মিলে না, জ্ঞান অন্যের সনে।
খুঁজতে হয়, আপন চিত্তে ।
পাবা শিক্ষা অনেক গিলে !
জ্ঞান পাহিতে,মূর্ত লাগে !
সাধনা লাগে, প্রেম লাগে ।
বারো কাজীর দোয়া লাগে,
সাত শয়তানের বুদ্ধি লাগে ।
মিলে না, জ্ঞান অন্যের সনে। পাবা শিক্ষা অনেক গিলে !
নদীর পানি ঘোলা কেনও ?
মাথার উপর আকাশ কেনও ?
হাজার রঙ্গের প্রশ্ন লাগে,
জবাব, পেতে সাধন লাগে ।
মিলে না, জ্ঞান অন্যের সনে। খুঁজতে হয়, আপন চিত্তে ।
দেহের বলে, হয় না সাধন, থাকতে চাই অমূল্য রতন।
হবে না, জ্ঞান অন্যের সনে ।
থাকতে হবে অটল নিধি ।
(গীতিকাব্য ২০/০৬/২০১১ )