না পাওয়ার আনন্দ, পাওয়ার মাঝে নেই।
না পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার মাঝে নেই।
না পাইলে কোনো ঠা,
মনে হয় হারাইছি শ্রেষ্ঠ ধন।
পাওয়ার লাগি আকুতি -বিনতি ঘুমও ঘোরে,
জাগরণে একই তার সৃতি।
তারে যদি পাইতাম্,
কি সুখি যে হইতাম্।
যা পেয়েছি না চেয়ে তা বড় নিকৃষ্ট লাগে।
যারে পাইতে মনও করে উচাটন,
যার লাগি ঝড়ে অশ্রু - জল।
যার ভালবাসা পাইতে, মন বারে - বারে চাইছে।
তারে যদি পাইতে,
কি সুখি না হইতে!
আসলেই কি সুখ পাইতে ?
এখন ক্ষণিকের দেখায় মনে হয়,
তার নেই কোনো ত্রুটি ।
তার চলন বলন, কথার ধরন,
আহ্ সবই পিয়াসি।
একবার পাইলে, সে সুধা কি থাকিবে ?
ঘরের বউয়ের মুখের পানে,
কেউ কি থাকে তাকিয়ে ।
না পাইলে সে ধন,
বুঝা যায় কত আপন।
পাইলে সব কোনো আশা থাকে নারে।
সে সুধা রহে নারে।
আকাঙ্ক্ষা থাকে নারে !
প্রেমিকার খোলসতার সৌন্দর্য,
ঘরনির বিশালতায় থাকে নারে ।