অামি অার অাসবো না ফিরে
এ পৃথিবীর মোহে
কি দিয়েছে মোরে?
বেদনা- যাতনা আর কি-কি যেনও
আমি ফিরবো না আর কাঁদিতে
বহু কাঁদা -কেঁদেেছ মোর নয়ন
বহু ব্যথা নিয়েছে।
তোমাদের এ ভুবনে আর
কি অাছে ?
যেখানে গিয়েছে মন শুধু ভেঙ্গেছে
আর পারি না ।
আর পারি না সহিতে,
বয়স কি কম হয়েছে ?
তো, কি দায়ে অাসিবো !
দুঃখের বোঝা বহিবো
এথায় তো কেহ্ সুখী নয়
মিছে হাসি - হাসে !
আমি আর অাসবো না ফিরে
সুযোগ পাইও যদি নিলে
তবুও ফিরিবো না ভুলে।
সব স্বাদ মিটে গেছে
এক, জন্মে।
যার কিছু নাই,
তার হা- হা কার কে দেখে।
যার লক্ষ আছে,
সেও বসে কাঁদে।
এ ধন নিয়ে যান
দেন কিছু সুখ
অাহারে, কি সুখ সবে চাইছে !
তার লাগি ফাঁশিতেও ঝুলছে
তাতেও কি সুখ মিলছে ?
কে জানে ? জানি না
ও পারেরও খবর
কেউ কি কভু দেখেছে ।
পৃথিবী ছাড়িলেই যেনও
সবে হাফ্ ছেড়ে বাঁচিছে ।
কি আশাতে রহিবে
আর কত সহিবে
বিদায় দাও মোরে হে
বিদায় দাও ।
রচনাকাল :১৯/৯/২০১৩ইং