ও পাগল কান্দ কেনও,
কান্দলে কি আর ফুলের মালা,
তোমার গলে দেবে শোভা।
কান্দ কেনও?

যেজন ফুলের মালা বাঁধতে জানে,
তার গলেই শোভা দিবে।
ও পাগল কান্দ কেনও?

শখ করিয়া শখের মালা,
যে বুনেছে সে পরেছে।

তুমি কেনও চেয়ে থাকো!
তুমি কি আর ফুলের মালা বাঁধতে জানো ?
(সংক্ষিপ্ত)