যারা সাহিত্য সাধন করে,
তাদের অহংকার ধূলায় মিশে।
আত্মভোগ ছোয় না তাদের, মানব তত্ত্বে জীবন গড়ে।
যারা সাহিত্য সাধন করে!
তাদের কলঙ্ক থাকতেই পারে,
কলঙ্ক তারা অলংকার করে ;
কলঙ্ক না থাকিলে" সাধন কভু হবে না।
কলঙ্ক সাধনের মূল,
শিকড় যেমন গাছের মূল!
জন্তু কি কলঙ্ক করে? মানবই কলঙ্ক রটে।
যারা সাহিত্য সাধন করে,
আনন্দে মন হড়ণ করে,
কূল -জাতি ছোয় না তাদের,
আকাশ হৃদয় বহন করে।
সমানে সমান আছে,
এই কথা সবে মুখে মানে।
সাধক তার হৃদে পোষে।
মরলে দেহ আসবে কি কাজে?
পাপের দেহ পাপেই রবে,
উড়াল পঙ্খী উড়াল দিবে।
যারা সাহিত্য সাধন করে
বয়সের নাই বালাই তাদের।
তুমি একদিন প্রবীণ হবে,
সাধকের যৌবনই রবে।
মাটির দেহ মাটি খাবে,
সাধক জীবিত রবে।
যারা সাহিত্য সাধন করে
তারা বড় আত্মভোলা।
নিজের ভালাই, বোঝে না তারা।
পরের তরে জীবন বিলায়,
বিনিময়ে নিজ্ব কূল হাড়ায়।
তারা নতুন সমাজ গড়ে,
সব বাঁধা ভাঙ্গতে জানে।
নিয়ম কানুন মানে না তারা,
ভালবাসা দেয় বিলায়ে।
মূর্খ মানব দেয় না সারা,
মরলে তার অভাব বোঝে , জয়ের পৃষ্ঠা খোলে।
হৃদয়ে তার নাম জপে!
সাধক চায় না,
"তার মূর্তি করে পুষ্প ছিটাক আদর করে "।
সাধক থাকতে চায়, "মনের ঘরে "।
তরুণের বিষাদ চোখে,
তরুণীর নরম গালে।