খুব ছোট্টবেলা থেকেই, বড় হওয়ার অনেক শখ ছিলো।
দাদা ভাইয়ের মত বড়,
বড় হলে যে কি কি করবো?
তার কিছুই করা হলো না।
একটি কালো ঘোড়া কিনবো,
ঘোড়া দিয়ে পুরো গ্রাম ঘুরবো।
যুদ্ধ করবো, সবাইকে মুক্ত করবো !
আজ বড় হয়ে দেখি,
আমি নিজেই বড় পরাধিন।

বরং ওই ছোট্ট শিশুই স্বাধীন।
পুরো বিশ্বের মালিকও !!
এই কথাটা ভাবতে তো পারে।
আমারতো এখন ভাবতে গেলেও,
বুক কেঁপে ওঠে।
আর ওই ছোট শিশুটি
মাথায় গামছা বেঁধেই রাজা হয়ে যায়।!
"কত সহজ সত্য ওর রাজত্ব "
কত ন্যায় পরায়ণ, পরিশ্রমিক ও ।
আর আমি ?
কি আমি?
হ্যাঁ..........
ভীতু, অর্থলোভী , কৃপন
স্বার্থপর, অহংকারী
আর যেই ছোট্ট আমিটি
হতে চেয়ে ছিলাম
মুক্তিকামী যোদ্ধা, সত্যের দুত।
"আমার ভিতরে এই কলঙ্ক, এখন কে দিলো ? "
সমাজ, রাষ্ট্র, পরিবেশ-পরিস্থিতি  ;
অতঃ কিছু বুঝি না ।
বুঝলে  অজুহাত খোজা হবে।

আমি কি করে বড় হয়ে,
নিজের অজান্তে এতো নিঃকৃষ্ট হলাম।
বড় হওয়ার আশাটা,আমার জলে গেলো।
ছোট ছিলাম তাইতো ভাল !
অন্তত, আমার ভিতরে
আমিতো ছিলাম।  (সংক্ষিপ্ত) ০৮/০৬/১৩ইং