আমি
আবার নিজেকে ভুলতে শিক্ষেছি!
আর,অচেনা সব সুরগুলোর অর্থ বুঝেছি।
প্রাপ্তির খাতা খুলে দীর্ঘশ্বাস ফেলেছি।
শূণ্যতায় ভর করে চলতে পেরেছি।
তবু,
প্রতারক দু'নয়ন
এক্ ফোটা অশ্রু দিলো না ।  (সংক্ষিপ্ত)