চেতন গুরু দীক্ষা দেন,
এই অধমরে প্রেম শিক্ষান।
যে প্রেমেতে ডুবেছে,
কারিম্ - আলামিন।
**** **** ******
***** **** *****
***** ***** *****।
চতন গুরু দীক্ষা দেন,
এই অধমরে প্রেম শিক্ষান।
যে প্রেমেতে ডুবেছে,
মোসতফা - রহিম।
ভং-এ, চং - এ নারীর প্রেমে
ডুবে থাকলে তারে প্রেম বলে ?
আমি বলি, ও প্রেম নয় ভায়া,
কায়ারও মায়া !
যত বিভেদ কায়ার মাঝে,
কায়া ছাড়িলে রুহ্ পাবে।
রুহ্তে নাই লিঙ্গের বালাই।
যে তেজেছে, সে পেয়েছে,
"কারিম্ - আলামিন
মোসতফা - রহিম "