না পাইলে তারে,
আমি সুধাইবো কারে ?
এই বিচলন মন কারে দেখে তৃপ্তি লবে ?
মন শান্তনা পেতে,
তাকিয়ে থাকে তটিনীর দিকে !
তৃপ্তি না মেটে হায়্ ।
জলেতে গলের পিপাসা মেটে,
মনও শুকিয়ে রয়।
চোখের সে কাজল,
মায়াবীত হলো তারই কি স্পর্শে হায়্ ?
আমি মূর্খ মানব, বুঝি না লয়।
বনে খুজি আখির মায়া,
পরের ঘরে বসত করি,
আপন ঘর থুইয়া ! [সংক্ষিপ্ত ]