হলুদ ফুলের মালা গাঁথি নি
একটি বছর হতে।
কোকিল পাখির
গান শুনিনি
খুব মনোযোগ দিয়ে।
আকাশ ভরা তারা দেখ
সাদা মেঘের ভাজে।
সবগুলি ফুল কুরিয়ে দিবো,
আচঁল রেখো খুলে।
শীতের সকাল আর হবে না
মিষ্টি রোদের ফাঁকে।
আলসে ! ঘুম আর এসো না
"ফাল্গুন " এলো চলে।
সে খুশিতে মনযে নাচে্
ফুলের সৌরভে।
সকল ব্যথা ভুলে গিয়ে
চল্ এক সাথে।
সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা