একা আমি, দূরে পথ।
বড় একা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে।
আমার একলা লাগেরে।
রোদ, ঝড়ে, বৃষ্টিতে সেই বেলা কই গেলোরে?
তুই একা, আমি একা,
কই মোরা।
বন্ধুরে বন্ধুরে, বড় একলা লাগেরে।
কই বাতাস, কই আকাশ,
রঙ্গে মাখা সেই বিকাল।
ওই তারা বড় কাছে, তুই গেলি কোন দূরে।
বন্ধুরে বন্ধুরে, আমার একলা লাগেরে।
আমি একলা কাদিরে।