পিতা-মাতার কাছে অযোগ্য, ভাল সন্তান নই আমি,
সন্তানের কাছে ব্যর্থ পিতা, পত্নীর কাছে বাজে স্বামী।
প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মস্ত এক অপদার্থ,
সর্বদাই নাকি ব্যস্ত থাকি, করতে নিজ স্বার্থ চরিতার্থ।
সকলের কাছে ভীষণ রসবোধহীন ও একরোখা,
পারিনা কোমল ব্যবহারে মানুষকে বানাতে বোকা।
কীভাবে হবো সবার প্রিয় তাই ভাবি বসে দিবাযামী।
কারো মনজয়ের বিদ্যা করিনি অর্জন হে অন্তর্যামী।
পারিনা নিপুন অভিনয়; গুছিয়ে অসত্য বলার কৌশল,
যা কিছু বলি সোজাসাপটা, জানি না যে কোনো ছল।
এসে যায় না, কে হয় বেজার, খুশি, কে কেমন ভাবে?
আসলেই শঠতা-তোষামোদি করা নেই মোর স্বভাবে।