একটি কঠিন কথা বলি
মানুন বা না মানুন,
কবিতা লিখতে পারি না
এ সত্যটি জানুন।

কবিতা লেখা সহজ নয়
এটা ভাবনায় আনুন।
তবে গভীর ভালোবাসি
লাগে না তো কানুন।

০৬/১০/২০২৩ খ্রিঃ