যেথা উদ্বেগ প্রকাশ করা সংগত,
সেথা আবেগের মেঘ জমে নাতো!
মেঘ ছাড়া আবেগের কত ঘনঘটা,
অনুমিত হয় দেখে রোদ্দুরের ছটা!
কভু আবেগের নদী উথলিয়ে যায়,
ভক্তি নয়, স্বার্থের জোয়ার-ভাটায়।
পিপাসায় সামান্য প্রাপ্তিটা মধুর,
অবজ্ঞায় মধুরতাও বেদনাবিধুর!
তৃষ্ণা পরমাত্মায় নয়, জীবাত্মায়,
জানেনা তা অর্জিত ভালোবাসায়।
সূবাদ মানিয়ে নিতে নয় সে সিদ্ধ!
শুদ্ধ ভালোবাসা বিষাক্ত তীরবিদ্ধ!
তাতে সবকিছু পাওয়া হয়ে যায়,
এছাড়া দুই জীবনে আর কী চায়?
সৃষ্টিকে ভালবাসতে ছুড়ে দেয় শর্ত,
কোন্ প্রেমে স্রষ্ঠাকে করবে আয়ত্ত?
ভালোবাসা মানে কী কোনো চুক্তি,
কোন্ স্বার্থে কে মানে এ চরম উক্তি?
ভালোবাসা স্নেহ, দয়া, মায়া-মমতা,
এসবের মাঝে এমন ঐশ্বরিক ক্ষমতা।
দূরূহ, সস্তা মানুষের কাছে পাওয়া,
বড়ই ভুল এসব তাদের কাছে চাওয়া।
যে বুঝে না, মহাত্ম ভালোবাসার,
সম্পূর্ণ অভিনয়, মুখে প্রকাশ তার।
বুঝতে অক্ষম কথাটির মর্মার্থ,
নিজের জন্য খুঁড়ছে স্থায়ী গর্ত!
ভালোবাসা ছাড়া বাকি সব মিছে,
যতই ধরাকে আঁকড়াও র'বে পিছে!