গড়ায় আছে ছন্দ মাত্রা
ভাঙায় নেই,
ছন্দহীনভাবে তাই ভাঙছে
আমাকেই!
গড়ায় আছে অভিপ্রেত
ভাঙায় নেই,
লক্ষ্যহীনভাবে তাই ভাঙছে
এভাবেই!
পুতুল খেলার মত আর
চলবে কত মহড়া?
একজীবনে আর কত
হবে ভাঙাগড়া?

০৬/০৯/২০১৭