নিজকে নিয়ে ভাবার
কতটুকু আছে অধিকার?
কারণ, যা ভাবি, ফলে নাতো সেটা,
ঘটে তাই, ভাবি নাতো যেটা ৷
সেটা চাই, নাগাল পাইনা যার,
যেটা পাই, চাই না কভু তার!
নিজের সাথে এমনটা হয় কেন তবে?
অন্য কারো সময়ে এসেছি কী ভবে?
চাওয়া পাওয়া সবই ভাবার বিপরীত,
ঘটে যা একটুও তা ভাবে নাতো হৃদ!
কর্মপরিকল্পনাও ঠিক থাকছে না যে
ভাবছি এক আর যাচ্ছি ভিন্ন কাজে!
ভাবাভাবি চাওয়া চাওয়ি শুধুই অকারণ
সবকিছু তাই বাধ্য হয়ে মেনে নেয় যে মন,
ভাবনা আমার বৃথা, তার দেখি ভিন্ন রূপ!
আমায় নিয়ে সেই ভাবুক, আমি রই চুপ!