ভাবার অবকাশ নেই যা জেনেছি শ্ৰেষ্ঠ ও শেষ,
আরো জানার বাকি আছে অনেক কিছু লেটেস্ট।
ভাবার অবকাশ নেই, যা বুঝেছি বাকি নেই বুঝার,
সহজেই সব এড়িয়ে গেলেও শেষ হয়নি যুঝার।
ভাবার অবকাশ নেই, যা দেখেছি সবই মনোরম,
উপলব্ধির অন্তরালে যা আছে তার কাছে এ কম।
ভাবার অবকাশ নেই, করছি শুধু সময় অতিবাহন,
বাকি আছে জানা, বুঝা, দেখার যতো সাতকাহন।
নিজের মত করে জেনে, বুঝে, দেখে পৃথিবীকে,
উপভোগ করে ইচ্ছামত যাচ্ছি যাচ্ছেতাই লিখে।
ঘুমের মাঝে বাস্তব জীবনের কথা থাকে না মনে,
সবকিছুই সত্য এবং জীবন্ত লাগে রঙিন স্বপনে!
বাস্তবেও আমরা গভীর ঘুমের মাঝে আছি ডুবে,
নিদ্রা নিয়েই নিজের অজান্তেই যাচ্ছি সবে উবে!
স্বপ্ন ভাঙলে যেমন কোনো কিছু পাইনা হাতড়িয়ে,
তেমনই হাতড়াতে হবে পরবর্তী জীবনেও গিয়ে।