পরিবারে সঞ্চিত থাকে যতোটুকু সম্বল,
আকষ্মিকভাবে এসেই কাড়ে তা জল।
জলে আকণ্ঠ নিমজ্জিত থেকেও তৃষ্ণায়-
পানীয়জল, খাদ্যাভাবে বুক ফেটে যায়!
শিশু বৃদ্ধ রোগী নিয়ে জীবন পেরেশান!
পশুগুলো মরে, হয় না স্থান সংকুলান।
যোগাযোগ ছিন্ন যেনো কোন দ্বীপে রুদ্ধ!
বেঁচে থাকি জলের সাথে করে মহাযুদ্ধ!
লন্ডভন্ড বিপর্যস্ত করে দেয় বসত বাটি,
এক ফোঁটা উচু ভূমি সোনার চেয়ে খাঁটি।
সেটুকও উভচর জলজ প্রাণী করে দখল,
হাতে নিয়ে প্রাণ শঙ্কায় কাটাই রাত দীঘল।
বিদ্যুৎ বিছিন্ন চারদিক ঘন আঁধার নিঝুম,
ভয়ানক রাত কাটে অনাহার কষ্টে নির্ঘুম!
ছেড়ে দিয়ে মায়াময় উঠান বাড়ি-ঘর!
পথে প্রান্তরে হই ঠিকানাহীন যাযাবর!
আমরা সারাজীবন সংগ্রাম করেই বাঁচি,
পরিত্রাণে খোদার কাছে সাহায্য যাচি।
আবার যখনই খানিকটা উঠি সামলিয়ে,
সাগর আমাদের উপর পড়ে হামলিয়ে।
চিরতরে ম্লান হয় মোদের মুখের হাসি।
হায় অসহনীয় কষ্টে থাকি উপকূলবাসী!
২৫/০৫/২০২১ খ্রিঃ