চারিদিকে অথই বিস্তীর্ণ জলরাশি,
জানি না যে কখন আছড়ে পড়ে আসি!
আমাদের জীবনের নেই কোনো স্থিতি,
দিবা রাত সর্বক্ষণ লেগে থাকে ভীতি!
একবার ভাসায় বানের জল সর্বগ্রাসী-
আরেকবার বেদনার অশ্রুজলে ভাসি!
বাঁধভাঙা জল দেখে হৃদে তোলে কাঁপন!
আকাশের তলে মানবেতর জীবন যাপন!
মোরা মানব প্রাচীর দিয়ে আটকাই জল,
বিশাল জলরাশির কাছে সে চেষ্টা নিষ্ফল।
বারবার মৎস্য ঘের ফসলের মাঠ ভাসায়-
জলোচ্ছ্বাস সর্বস্বান্ত ক'রে মোদের শাসায়!
নিশ্চিহ্ন করে দেয় শিক্ষা প্রতিষ্ঠান, বাজার,
এবাদতখানা রাস্তা-ঘাট, স্বজনের মাজার।
ব্যবসা প্রতিষ্ঠানে জল ঢুকে সব মালামাল
ভেসে যায়; পুড়ে ছাই হয় আমাদের কপাল।
মহাজনের দায়-দেনা, ব্যাংক ঋণের কিস্তি,
প্রদান করতে অপারগ, শুনতে হয় খিস্তি!
মানুষের কাছে যা পাই তাও হয়না আদায়,
ব্যবসায়ীরা দেওলিয়া, পড়ে যাই দূরাবস্থায়!
ঘরের 'পরে গাছগুলো উপড়িয়ে প'ড়ে!
চাপা পড়ে কতো জন মরে অকাতরে!