মন যতোই উৎসুক হোক
ভাবিনা কিছু তলিয়ে,
উৎসাহ মাঠে মারা গেলে
কী লাভ নাক গলিয়ে?

ভাবনার গুরুত্ব না পেলে
নীরবতা বজায় থাক,
অসি'র আঘাত না পেয়ে
সমুন্নত থাক্ নাক।

কী হবে লাভ এসব নিয়ে
অতো মাথা ঘামিয়ে?
মাথা বাঁচাতে মাথা থেকে
রেখেছি তাই নামিয়ে।

মাথা ঘামিয়ে ঘাড়ে যদি
নাইবা মাথা টেকে,
বিরত থাকা শ্রেয়, উলুবনে
মুক্তো ছড়ানো থেকে।