তুমি মমতাময়; ফুল হাসি
ছড়ায় তোমারই দৌলতে,
কিছু একটা আঁকড়ে বেঁচে
থাকবে নেই তা পৃথিবীতে।
তুমি দয়ালু, করুণারাধার,
মায়া মমতার সিন্ধু,
করুণা করে মমতা যাদের
দিয়েছো এক বিন্দু।
তুমি ক্ষমাশীল, ক্ষমা করো
দোষ ত্রুটিবিচ্যুতি হলে,
মানুষকে মানুষ দগ্ধ করে,
তুমি করো না রোষানলে।
তুমি কায়েনাতের প্রভু,
এটা তোমার অধিকার,
মমতার শিশিরে বাঁচাও ফুল
ও আগাছা বাহার।
মানুষ ফুল রেখে আগাছায়
ঢালে জলের কণা,
ঢালুক, আগাছায় যদি ফুল
হাসে তাতে ক্ষতি না।

১৫/০৪/২০১৬