তুই অশুচি, অশান্তির প্রতীক, হায়েনা রানী,
তোর কারণে ধরার বুকে চলছে হানাহানি!
নারী হয়ে নারীকে কেন করিস এত অপমান!
নারী নামের কলঙ্ক তুই, রাখিস না কারো মান!

তুই কলঙ্কিনী, ভূলুণ্ঠিত করিস নারীর সম্মান!
তুই ডাইনী ধরার বুকে জ্বেলে দিয়েছিস শ্মশান!
মিথ্যা শান্তির প্রতীক, অশান্তি রাজ্যে বিরাজমান!
তোর কারণে নিরীহরা পথে পথে হয়রান!

তুই কুহকিনী রক্ত পিপাসু মানুষ নামের শয়তান,
তোর কারণে দুর্দশাগ্রস্তরা হারিয়েছে বাসস্থান!
জাহান্নামের আগুনে পোড়াস তুই আরাকান!
তোর কারণে শিশু করে মৃত মায়ের দুগ্ধ পান!

নারীর অধিকার, না বুঝে কাড়িস মাল ও জান!
তুই অভিশপ্ত, মানুষের বুকে খুঁড়িস গোরস্থান!

১০/০৯/২০১৭